নরসিংদীতে ব্যবসায়ী হত্যায় ৩ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ১১:৩৩ এএম, ২৪ জুলাই ২০১৭

নরসিংদীর শিবপুরে করিম মিয়া নামে এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। 

সোমবার দুপুরে নরসিংদীর অতিরিক্তি জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক শাহীন উদ্দিন এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- শিবপুর উপজেলা চৌঘরিয়া এলাকার কাজীমুদ্দিনের ছেলে কবির হোসন, একই এলাকার কাজল মিয়ার ছেলে রনি এবং একই উপজেরার চন্ডবদ্দি এলাকার আবুল হাসিমের ছেলে ফারুক মিয়া।

নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক মো. ফখরুদ্দিন ভূইঁয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৭ সালে শিবপুর উপজেলার চন্ডবদ্দি এলাকার আব্দুর রশিদের ছেলে আব্দুল করিম স্থানীয় বাজার থেকে ফ্লেক্সিলোড ব্যবসার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় উল্লেখিত আসামিরা তাকে আটক করে টাকা ছিনতাই ও পরবর্তীতে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে শিবপুর থানায় হত্যা মামলাটি দায়ের করলে বিজ্ঞ আদালত দীর্ঘ তদন্ত শেষে আজ এ রায় দেন। 

সঞ্জিত সাহা/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।