পটুয়াখালীতে বাড়ছে মাদকের আগ্রাশন
পটুয়াখালীতে দিন দিন বাড়ছে মাদকের আগ্রাশন। এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতারও কমতি নেই। ২০১৬ সালে যে পরিমাণ মাদক ব্যবসায়ী আটক ও মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে তার দুই থেকে তিনগুণ বেশি ২০১৭ সালের ছয় মাসে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সংশ্লিষ্টরা বলছেন এখনই এই পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতে পারলে উপকূলীয় এই জেলা কক্সবাজারর টেকনাফ সীমান্তের মতো মাদক চোরাচালানের রুটে পরিণত হতে পারে।
বঙ্গোপসাগরের তীরবর্তী জেলা হওয়ায় মিয়ানমার ও ভারতের সঙ্গে সাগর পথে পটুয়াখালী জেলার কলাপাড়া, রাঙ্গাবালী ও গলাচিপা উপজেলাসহ এর দূর্গম চরাঞ্চলে সহজেই ইয়াবা ফেনসিডিল ও ক্ষতিকর মাদক দ্রব্য চলে আসছে। আর এসব এলাকার সাগর পথে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত টহল ও নজরদারী না থাকায় চোরাকারবারী ও মাদক ব্যবসায়ীরা নতুন রুট হিসেবে এই পথকে ব্যবহার করতে শুরু করেছে।
পটুয়াখালী জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৬ সালে জেলায় মোট ১৬৩টি মাদক দ্রব্যের মামলায় ১৭১ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় তাদের কাছ থেকে প্রায় ২২ কেজি গাঁজা, ১৬৪৪ পিস ইয়াবা, ৫ লিটার চোলাই মদ, ৫০ পুরিয়া হিরোইন ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
আর ২০১৭ সালের জুন পর্যন্ত ২৩৩ টি মামলায় ২৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে প্রায় ২১ কেজি গাঁজা, ১২৯৯৩ পিস ইয়াবা, ১৮১৩ বোতল ফেনসিডিল, ১১২ লিটার চোলাই মদ এবং ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
গত কয়েক মাসে জেলায় ইয়াবা ও ফেনসিডিলের বেস কয়েকটি বড় চালান ধরা পড়ায় আইনশৃঙ্খলা বাহিনী ও জেলার স্থানীয় প্রশাসনকে ভাবিয়ে তুলেছে।
পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগর সাধারণ সম্পাদক খান মোশারেফ হোসেন জাগো নিউজকে বলেন, ‘মাদকের বিস্তার কমাতে দ্রুত গডফাদারদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।
এদিকে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মাছুমুর রহমান জাগো নিউজকে বলেন, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সভায় জেলায় মাদকের বিস্তার নিয়ে বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করায় জেলা প্রশাসনও বিষয়টিকে বিশেষ গুরুত্ব সহকারে দেখছে। এ অবস্থায় জেলার প্রধান সমস্যা হিসেবে মাদককে চিহ্নিত করে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে মাদকবিরোধী অভিযান আরো বাড়নো হচ্ছে।
তবে সম্ভাবনাময় জেলা পটুয়াখালীকে মাদক মুক্ত করতে ও মাদকের হুমকি মোকাবেলায় সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষকে মাদক বিরোধী অভিযানে সম্পৃক্ত করার পরামর্শ সুশিল সমাজের প্রতিনিধিদের।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/পিআর