সোনাইমুড়ীতে ৫৮ এতিমখানায় চাল বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১২:২৬ পিএম, ৩০ জুলাই ২০১৭

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলাতে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ৫৮টি এতিমখানায় ৫৮ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১১টার সময় সোনাইমুড়ী উপজেলা অডিটরিয়াম মিলনায়তনে বরাদ্দকৃত এতিমখানার প্রতিষ্ঠান প্রধানদের হাতে চালের ডিও লেটার তুলে দেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ জাহাঙ্গীর আলম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল মোহাম্মদ রবিউল ফয়সলের সভাপতিত্বে উপস্থিত অন্যান্যদের মধ্য বক্তব্য রাখ্নে সোনইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিুনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আ ফ ম বাবু, জেলা পরিষদের সদস্য মাসুদুর রহমান শিপন, মোশারফ হোসেন দুলাল ও ভিপি মাহফুজুর রহমান বাহার প্রমুখ।

মিজানুর রহমান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।