মির্জাপুরে তিন টন পলিথিনসহ আটক ১

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৬:৪৮ এএম, ০৩ আগস্ট ২০১৭

টাঙ্গাইলে পলিথিনের একটি গোডাউনে অভিযান চালিয়ে সোলাইমান মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে মির্জাপুর থানা পুলিশ। এর প্রায় ১১ ঘণ্টা পর রাত দুইটার দিকে ওই গোডাউন থেকে তিন টন (৫৭ বস্তা, ২ হাজার ৮৫০ কেজি) পলিথিন উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা।

জানা গেছে, বুধবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) বিশ্বজিৎ ও সোহেল খান ধেরুয়া বাজারের খন্দকার সুরুজ মিয়ার কলোনিতে অভিযান চালায়। এ সময় পলিথিন রাখার দায়ে গোডাউন হিসেবে ব্যবহৃত একটি কক্ষ থেকে সোলাইমান নামে এক ব্যক্তিকে আটক করে। এর প্রায় ১১ ঘণ্টা পর রাত দুইটার দিকে পুলিশ ওই গোডাউন থেকে ৫৭ বস্তা পলিথিন উদ্ধার করে।

এদিকে, সোলাইমানকে আটক করার দীর্ঘ ১১ ঘণ্টা পর রাত দেড়টার দিকে পলিথিন উদ্ধারের বিষয়টি রহস্যজনক বলে মন্তব্য করেছেন স্থানীয় লোকজন।

Mirzapur

স্থায়ীয় সূত্রে জানা গেছে, আটক সোলাইমান ও তার বড় ভাই সবুজ মিয়া ধেরুয়া বাজারের খন্দকার সুরুজ মিয়ার কলোনিতে একটি কক্ষ ভাড়া নিয়ে সেখানে পলিথিনের ব্যবসা করতেন। তারা উপজেলার ধেরুয়া গ্রামের রহম আলীর ছেলে।

মির্জাপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিশ্বজিৎ ও সোহেল খান বলেন, অভিযান শেষে জব্দকৃত পলিথিনগুলো স্থানীয় লোকদের জিম্মায় রাখা হয়েছিল। রাতে সিনিয়র অফিসারদের সহযোগিতায় সেগুলো থানায় আনা হয়েছে।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, সবুজ ও সোলাইমানকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযানের সময় গাড়ি এবং শ্রমিক না পাওয়ায় জব্দকৃত পলিথিন থানায় আনা সম্ভব হয়নি। পরে রাতে সেগুলো থানায় আনা হয়েছে।

এস এম এরশাদ/এমএমজেড/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।