দিনাজপুর বোর্ডে শীর্ষে আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল


প্রকাশিত: ১১:১৭ এএম, ৩০ মে ২০১৫

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে সেরা ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল প্রথম স্থানে রয়েছে। এ স্কুলের ৭৯ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৭৬জন।

দ্বিতীয় স্থানে রয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দিনাজপুর। এ স্কুলের ১৪১ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে ও জিপিএ-৫ পেয়েছে ১১৪জন। তৃতীয় স্থানে রয়েছে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ স্কুলের ২৬৩ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৬১ ও জিপিএ-৫ পেয়েছে ১৬০জন। চতুর্থ স্থানে রয়েছে আদর্শ উচ্চ বিদ্যালয়। এ স্কুলের ৬৮জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে ও জিপিএ-৫ পেয়েছে ৪৭জন।

এছাড়া পঞ্চম স্থানে ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল দিনাজপুর। এ স্কুলের ৫০ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে ও জিপিএ-৫ পেয়েছে ৩৪জন। ষষ্ঠ স্থানে দিনাজপুর জিলা স্কুল। এ স্কুলের ২৬৫ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৬৩ ও জিপিএ-৫ পেয়েছে ১৪৩জন। সপ্তম স্থানে ছোট হাসিমপুর এমএম উচ্চ বিদ্যালয়, দিনাজপুর। এ স্কুলের ৫০ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৯ ও জিপিএ-৫ পেয়েছে ৩৩জন।

এদিকে, অষ্টম স্থানে রয়েছে সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমি। এ স্কুলের ৫৭ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৬জন শিক্ষার্থী ও জিপিএ-৫ পেয়েছে ৩৪জন। নবম স্থানে রয়েছে বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ স্কুলের ৮৪জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮২জন শিক্ষার্থী ও জিপিএ-৫ পেয়েছে ৪৪জন। দশম স্থানে রয়েছে নবীপুর উচ্চ বিদ্যালয়, দিনাজপুর। এ স্কুলের ৫০ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে ও জিপিএ-৫ পেয়েছে ২৪জন।

এমদাদুল হক মিলন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।