সরাইলে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ০৩ আগস্ট ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাণীদিয়া গ্রামের কীর্তনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাণীদিয়া গ্রামের আবদুর রহমানের ছেলে হৃদয় (১৮) ও সাইদুর রহমানের ছেলে মামুন (১৮)। এ ঘটনায় আরও ৩/৪ জন যুবক আহত হয়েছেন বলে জানা গেছে।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বিকেলে প্রচণ্ড বৃষ্টিপাতের সময় হৃদয় ও মামুনসহ আরও কয়েকজন যুবক কীর্তনপাড়া এলাকার একটি খেলার মাঠে ফুটবল খেলছিল। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই হৃদয় ও মামুনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ৩/৪ জন যুবক আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজিজুল সঞ্চয়/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।