ঈশ্বরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১


প্রকাশিত: ০৯:৪৯ এএম, ৩১ মে ২০১৫
প্রতীকী ছবি

ঈশ্বরদী থানা পুলিশ শহরের শৈলপাড়া গ্রাম থেকে ধর্ষণ মামলার আসামি রুবেল চৌধুরীকে শনিবার রাতে গ্রেফতার করেছে। রুবেল চৌধুরী গ্রেফতারের পর এলাকাবাসীরা তার শাস্তির দাবিতে সোচ্চার হয়ে উঠেছে। রোববার দুপুরে তাকে পাবনায় আদালতে চালান দেয়া হয়েছে।

ঈশ্বরদী থানা ও এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ওই স্কুলছাত্রী বাড়ির পাশে খেলা করছিল। এসময় একই গ্রামের রাম প্রসাদের ছেলে রুবেল চৌধুরী ঐ শিক্ষার্থীকে তুলে আখ ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনার পর ঐ শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়। শনিবার রাতে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ঈশ্বরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ রাতেই ধর্ষক রুবেল চৌধুরীকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

এদিকে রুবেল চৌধুরী গ্রেফতারের পর এলাকাবাসী তার উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে।

আলাউদ্দিন আহমেদ/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।