ব্রাহ্মণবাড়িয়ায় শিশুর গলা কেটে অটোরিকশা ছিনতাই
ব্রাহ্মণবাড়িয়ায় মামুন মিয়া (১২) নামে এক শিশুর গলা কেটে তার অটোরিকশা ছিনিয়ে নিয়েছে এক দুর্বৃত্ত। সোমবার রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার ভাদুঘর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত মামুনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে পৌর শহরের মধ্যপাড়া দিঘিরপাড় এলাকার খাদিমুল মিয়ার ছেলে।
আহত মামুন জাগো নিউজকে জানায়, রাতে পৌর শহরের কুমারশীল মোড় থেকে এক যুবক উলচাপাড়া যাওয়ার কথা বলে তার ব্যাটারিচালিত অটোরিকশাটি ভাড়া করে। পরে ভাদুর এলাকার একটি নির্জন সড়কে গিয়ে জোরপূর্বক ওই যুবক অটোরিকশাটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
মামুন বাধা দিলে ওই দুর্বৃত্ত ব্লেড দিয়ে তার গলা কেটে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, আহত শিশুটির চিকিৎসার দায়িত্ব আমরা নিয়েছি। অটোরিকশাটি উদ্ধার এবং ওই দুর্বৃত্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
আজিজুল সঞ্চয়/বিএ