মির্জাপুরে সাতদিনে তিন শিক্ষার্থীর আত্মহত্যা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৩:২১ পিএম, ০৮ আগস্ট ২০১৭
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে গত এক সপ্তাহে শিশুসহ তিন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এরা সবাই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার উপজেলার ফতেপুর ইউনিয়নের চাকলেশ্বর গ্রামের মোজাম্মেল সরকারের ছেলে সোহান সরকার খাবার নিয়ে মায়ের স্গ রাগ করে। পরে সে বাড়ির পাশে গাছের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে চাকলেশ্বর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

শনিবার ভারতেশ্বরী হোমসের অষ্টম শ্রেণির ছাত্রী সুমি আক্তার চারতলা আবাসিক ভবনের পশ্চিম পাশে নীচতলার বাথরুমের পাইপের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সে উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী গ্রামের শহিদ শিকদারের মেয়ে।

শহিদ সিকদার জানান, গত শুক্রবার মেয়ের সঙ্গে তিনি দেখা করেন। সে সময় উপরের শ্রেণির শিক্ষার্থীরা সুমিকে নানাভাবে অত্যাচার করতো বলে সুমি তাকে জানিয়েছিল।

সর্বশেষ গত সোমবার উপজেলার চান্দুলিয়া গ্রামের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী খোকন মিয়া বাড়ির পাশে গাছের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার বাবার নাম দোলন মিয়া। সে চান্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। সে মানসিক প্রতিবন্ধী ছিল বলে জানা গেছে।

মির্জাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব জানান, দোলনের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ দেয়া হয়। অন্য দুজনের লাশ একইভাবে পরিবারের সদস্যদের কাছে দেয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এস এম এরশাদ/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।