রাজবাড়ীতে পদ্মার ভাঙন রোধে মানববন্ধন বিক্ষোভ


প্রকাশিত: ০৭:৩১ এএম, ০১ জুন ২০১৫

জেলা সদরের বরাট ও দাদশী ইউনিয়নের পদ্মা নদী তীরবর্তী বলিতা স্লুইস গেট থেকে উড়াকান্দা বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকা নদী শাসনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসক মো. রফিকুর ইসলামের কাছে এ বিষয়ে স্মারকলিপি দেয়া হয়।

এর আগে সকালে বরাট ইউনিয়নের উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে নদীর তীরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা।

পরে সেখান থেকে জেলা শহরে এসে একটি বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন জনপ্রতিনিধি, ছাত্র-শিক্ষক, রাজনীতিবীদ ও এলাকাবাসী।

এসময় উপস্থিত ছিলেন, বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী সামছুউদ্দিন, সাবেক চেয়ারম্যান গুলজার হোসেন আলম, উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক মো. রেজাউল হক, সমাজ সেবক মো. ফরিদউদ্দিন শেখ, মনিরুজ্জামান ছালাম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জহির দেওয়ান, ইউনিয়নের ৩নং ওর্য়াড সদস্য আব্দুল আজিজ প্রমুখসহ বিদ্যালয়ের শিক্ষক, কোমলমোতি ছাত্র-ছাত্রী, অভিবাবক এবং এলাকাবাসী।



এই ৫ কিলোমিটার এলাকার ভাঙনের মুখে পড়েছে কয়েকটি স্কুল, মসজিদ, কবরস্থানসহ বহু বসতবাড়ি ও ফসলে জমি। তাই জরুরি ভিত্তিতে নদী শাসনের ব্যবস্থা না করা হলে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ শত শত মাথা গোজার বাসা বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যাবে।

এসময় বক্তারা বলেন, বিদ্যালয় থেকে মাত্র ৮ হাত দূরে নদীর পার এবং পাশেই একটি কবরস্থান যেটি গত বছর কিছু অংশ নদীতে বিলীন হয়ে গেছে। তাই সরকার ও সংশ্লিষ্ট কর্মকর্তার সাহায্য ও সহযোগিতা চান তারা। এ বিদ্যালয় যদি নদী গর্ভে বিলীন হয়ে যায় তাহলে এই এলাকার শতশত শিক্ষার্থী হবে শিক্ষা জীবন থেকে বঞ্চিত। তাই জরুরি ভিত্তিতে এর প্রতিকার চান তারা।

রুবেলুর রহমান/এমজেড//পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।