বগুড়ার মহাস্থান সেতুতে ফাটল, ৯ জেলার সঙ্গে যোগাযোগ বিঘ্নিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১১:৫০ এএম, ১০ আগস্ট ২০১৭

বগুড়ার মহাস্থানে করতোয়া নদীর উপর নির্মিত সেতুতে ফাটল ধরায় উত্তরাঞ্চলের ৯ জেলার সঙ্গে সারাদেশের যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। সেতুটির মাঝ বরাবর নিচে গার্ডার দেবে গিয়ে বিমে ফাটল ধরেছে।

চারটি পাটাতনের মধ্যে মাঝেরটি দেবে যাওয়ার ফলে এই ফাটল দেখা দিয়েছে। এতে চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সেতুটি। ইতিমধ্যে সেখানে বিকল্প পথ হিসেবে বেইলি সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

বুধবার সন্ধ্যায় ঢাকা-রংপুর মহাসড়কে মহাস্থানের হাতিবান্ধা নামক স্থানের ওই সেতুতে ফাটল দেখা দেয়। তারপর থেকে বাস ও হালকা যান ধীরে ধীরে সেতু পার হলেও ভারী পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। ওই সড়কের পরিবর্তে ভারী ও মালবাহী পরিবহনগুলো মহাস্থান-শিবগঞ্জ সড়ক হয়ে ১০ কিলোমিটার ঘুরে যাতায়াত করছে।

এতে উত্তরাঞ্চলের রংপুর, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, গাইবান্ধা, জয়পুরহাট ও কুড়িগ্রাম জেলার যানগুলোকে প্রায় দুই ঘণ্টা অতিরিক্ত সময় ব্যয় করতে হচ্ছে।

বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামন জানান, ১৯৫৮ সালে করতোয়া নদীর উপরে সেতুটি নির্মাণ করা হয়। ওই সেতুর উপর দিয়ে উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে প্রতিদিন গড়ে ১২ হাজার পরিবহন পারাপার করতো। ৬০ বছরের পুরাতন এই সেতুটির মাঝখানের গার্ডারে ফাটল ধরেছে।

bogra2

তিনি বলেন, ঝুঁকি মোকাবেলায় কোচ, বাস ও হালকা যানগুলো একটা একটা করে পার করে দেয়া হচ্ছে। আর ভারী পরিবহন ও পণ্যবাহী ট্রাক বিকল্প পথ হিসেবে মহাস্থান-শিবগঞ্জ সড়কটি ব্যবহার করছে। ঢাকা থেকে ব্রিজ ডিজাইন ইউনিটের দু’জন বিশেষজ্ঞ সেতু পরিদর্শনের জন্য বৃহস্পতিবার বিকেলে বগুড়া এসেছেন। ওই দুই সদস্য এই টিমে থাকা যথাক্রমে তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজাউল করিম ও নির্বাহী প্রকৌশলী শাহাদত হোসেন মতামত প্রদানের পর সেতুটির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে সেখানে বিকল্প পথ হিসেবে বেইলি সেতু নির্মাণের উদ্যোগ নেয়া হচ্ছে। ফাটল দেখা দেয়ার পরপরই পুলিশ গিয়ে ওই সেতুর আগে লাল পতাকা টানিয়ে দিয়েছে।

বগুড়া ট্রাফিক পুলিশের পরিদর্শক সালেক উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে ভারী যান চলাচল বন্ধ করে দেয়া হয়। ওই পরিবহনগুলো বিকল্প পথে মোকামতলা আমতলী হয়ে শিবগঞ্জ উপজেলা সদরের ভেতর দিয়ে চলাচল করছে।

এদিকে ভারী ও মালবাহী পরিবহনের জন্য বগুড়া-শিবগঞ্জ সড়কটি বিকল্প পথ হিসেবে বেছে নেয়ায় ভোগান্তি বেড়েছে। পথটি সরু হওয়ায় সেখানে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। শিবগঞ্জ থেকে বগুড়া এসে এমন ভোগান্তির কথা জানিয়েছেন রফিকুল ইসলাম, হারুন শেক, আব্দুল মান্নানসহ বেশ কয়েকজন চালক।

তারা জানান, সরু রাস্তাটিতে বিপুলসংখ্যক ভারী যান চলাচল করায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এ কারণে এই আঞ্চলিক সড়কের যাত্রীদের দুই ঘণ্টার বেশি সময় অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে।

শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, বিষয়টি জানার পর থেকেই সেতুতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে বিকল্প পথ হিসেবে জনসাধারণের যাতায়াতের স্বার্থে শিবগঞ্জ-মহাস্থান সড়ক ছাড়াও চৌকিরঘাট থেকে কাগইল-পীরগাছা হয়ে মাটিডালী পর্যন্ত বিকল্প পথে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।