বরকত উল্যা বুলু’র মুক্তির দাবিতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০২:১৭ পিএম, ১০ আগস্ট ২০১৭

বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্যা বুলু এমপির মুক্তির দাবিতে নোয়াখালীর চৌমুহনীতে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

নোয়াখালী জেলা ও চৌমুহনী পৌর যুবদল ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে মিছিল সহকারে এ সমাবেশ হয়। মিছিলটি উপজেলা কাচারী বাড়ির মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শহরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক বাবু কামাক্ষ্মা চন্দ্র দাস, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল গণি চৌধুরী মান্না, চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, থানা যুবদলের সভাপতি সামছু তিরবীজ স্বপন ও পৌর যুবদলের সভাপতি জাহের আলম লিটন।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের সাবেক এমপি বরকত উল্যা বুলুর দ্রুত মুক্তির দাবি করেন এবং অনতিলম্বে তাকে মুক্তি না দিলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।

মিজানুর রহমান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।