পেট্রলবোমা হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন


প্রকাশিত: ০২:৫৯ পিএম, ০৩ জুন ২০১৫

কুমিল্লার চান্দিনায় বাসে বিশ্বসাহিত্য কেন্দ্রের উপদেষ্টা অঞ্জন কুমার দেসহ অন্যান্যদের উপর পেট্রলবোমা হামলার প্রতিবাদে রাজবাড়ীতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বিকাল ৫টায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের উদ্যোগে প্রেসকাবের সামনের প্রধান সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়।

এ সময় বক্তারা বাসে পেট্রলবোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনারও দাবি জানান।

মানববন্ধন বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি অসিম কুমার পাল, সহ-সভাপতি লুৎফর রহমান লাবু, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ধীরেনদ্র নাথ দাস প্রমুখ।

রুবেলুর রহমান/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।