আটক ভারতীয়কে ফেরত দিল বিজিবি


প্রকাশিত: ০৯:২০ পিএম, ০৫ জুন ২০১৫

অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ভারতীয় নাগরিক গৌতম মন্ডলকে (৩৩) দুই দিন পর ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জানা যায়, শুক্রবার বিকেল ৪টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেট দিয়ে তাকে ফেরত পাঠানো হয়। এর আগে সীমান্তের শুন্য রেখার কাছে বিজিবি চেকপোস্টে দু-দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন হিলি সিপি ক্যাম্পের নায়েক সুবেদার খোরশেদ আলম এবং বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর জাফরুল্লাহ খান।

বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্পের নায়েক সুবেদার খোরশেদ আলম জানান, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে গত বুধবার দুপুরে সীমান্তের চেকপোস্ট গেট থেকে ওই ভারতীয়কে আটক করা হয়। পরে তাকে ফেরত প্রদানের জন্য ওই দিন বিজিবির পক্ষ থেকে বিএসএফকে একটি পত্র দেওয়া হয়।

এর পরে কাগজপত্রের যাচাই বাছাই শেষে আজ বিএসএফ তাদের নাগরিককে নিতে সম্মত হলে বৈঠকের মাধ্যমে ওই ভারতীয় নাগরিককে ফেরত দেওয়া হয়।

গৌতম ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নাকাসিপাড়া থানার সোনাতলা গ্রামের মৃত গোপাল মন্ডলের ছেলে।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।