রাজবাড়ী সদর উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


প্রকাশিত: ১০:০৯ পিএম, ০৬ জুন ২০১৫

রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রমজান আলী খাঁনকে সভাপতি এবং মূলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াদিদ্দুজামানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।


শনিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাজবাড়ী-১ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী কেরামত আলী’র সভাপতিত্বে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।


কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে গঠনতন্ত্র মোতাবেক সাবেক মকমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে সভাপতি পদে প্রার্থী আহ্বান করা হলে উপস্থিত কাউন্সিলরদের মধ্য থেকে রমজান আলী খাঁন ও এস এম নওয়াব আলীর নাম প্রস্তাব করা হয়।


রুবেলুর রহমান/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।