সেনবাগে বন্যার্তদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ
নোয়াখালীর সেনবাগ উপজেলায় অসহায় ও দুস্থ বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদ্স্য, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ কাজী মফিজুর রহমান।
মঙ্গলবার সকালে সেনবাগ পৌর এলাকার সাড়ে আটশ বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এরপর তিনি উপজেলার কেশারপাড়. ডমুরুয়া, অর্জুনতলা ইউনিয়নে এাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্যাহ আল মামুন, সেনবাগ পৌর বিএনপির সাবেক সেক্রেটারি ফারুক বাবুল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা ভিপি মফিজুল ইসলাম, সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি আবদুল হান্নান লিটন, জেলা যুবদলের সাবেক সেক্রেটারি তাজুল ইসলাম, সেনবাগ কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ওমর ফারুক, কাবিলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল হক ছেরাজ, উপজেলা বিএনপি নেতা আবুল খায়ের, অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি মির্জা মো. সোলাইমান, উপজেলা বিএনপি নেতা আবু ছায়েদ ও সফিকুর রহমান চৌধুরী প্রমুখ।
কাজী মফিজুর রহমান জানান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশে সেনবাগে বন্যার্তদের সহযোগিতায় তিনি ব্যক্তিগত উদ্যোগে সাড়ে ৭ হাজার মানুষের মাঝে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ নেন। ত্রাণ সামগ্রীর মধ্যে আছে প্রতি প্যাকেটে আট কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি লবণ ও এক লিটার সয়াবিন তৈল।
মিজানুর রহমান/এএম/এমএস