হাতিয়ায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় যুবলীগ কর্মী রিয়াজ উদ্দিনকে (২৭) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের সেকু মার্কেটে এ ঘটনা ঘটে।
নিহত যুবলীগ কর্মী রিয়াজ উদ্দিন পূর্ব সোনাদিয়া ইউনিয়নের কোরবান আলীর ছেলে।
হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, বেলা ১১টার দিকে যুবলীগ কর্মী রিয়াজ স্থানীয় সেকু মার্কেটের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় স্থানীয় বেশ কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজক অবস্থায় প্রথমে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।
মিজানুর রহমান/আরএআর/এমএস