ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক ছিল : কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের সর্বাত্মক চেষ্টার ফলে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক ছিল। ঈদ করে যারা কর্মস্থলে ফিরবেন তারাও যেন স্বস্তিতে ফিরতে পারেন সে ব্যবস্থাও আমাদের আছে।
শনিবার নোয়াখালীর কোম্পানীগঞ্জের পেশকারহাট মোবারকিয়া ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ পড়ার পর উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
দেশের সার্বিক রাজনীতি সর্ম্পকে সেতুমন্ত্রী বলেন, দেশকে বাদ দিয়ে রাজনীতি হয় না। মানুষ এখন নেতিবাচক রাজনীতি পছন্দ করে না। তাই দেশের স্বার্থে, মানুষের স্বার্থে নেতিবাচক রাজনীতি পরিহার করে সবাইকে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসতে হবে। এটাই হোক আজকের প্রার্থনা।
মিজানুর রহমান/আরএআর/এমএস