নরসিংদীতে কীটনাশক পানে সহোদরের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ১২:০১ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৭

নরসিংদীতে চরাঞ্চলে কীটনাশক পানে সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার চরাঞ্চল করিমপুর ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সহোদরের মৃত্যুতে কান্নার রোল পড়ে পারিবারে। শোকের ছায়া নেমে আসে পুরো গ্রামে। মৃত তাওহিদ (৩) ও জিয়াদ (৪) করিমপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা নৌকার মাঝি আয়েত আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের করিমপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা আয়েত আলীর দুই শিশু ছেলে ঘরের ভেতর খেলা করছিল।

এ সময় শিশুদের মা বাড়ির বাইরে খেতে কাজ করছিলেন। এই সুযোগে দুই শিশু ঘরের ভেতর রাখা দানাদার জাতীয় কীটনাশক খেয়ে ফেলে।

কীটনাশক খাওয়ার পর শিশুরা অসুস্থ হয়ে পড়ে। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুরের ইউপি সদস্য মো. সাহাব মিয়া বলেন, ঘটনার সময় দুই শিশুর মা-বাবা বাইরে কর্মরত ছিল। অবুঝ শিশু দুইটি ঘরে একা খেলা করছিল। তখন না বুঝে কীটনাশক খেয়ে ফেলায় তাদের মৃত্যু হয়।

সঞ্জিত সাহা/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।