রাজবাড়ীতে ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার


প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ১৪ জুন ২০১৫

রাজবাড়ীতে  কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির ওষুধ ব্যবসায়ীদের ৫ টি দাবির ৪টি দাবি জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান মেনে নেওয়াতে রাত ৯টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে ব্যাবসায়ীরা। রোবাবার সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসক এর কার্যালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

 
ব্যবসায়ীদের পাঁচটি দাবি হল ভ্রাম্যামাণ আদালতে জারিমানকৃত টাকা ফেরত, নির্বাহী ম্যাজিস্ট্রেট জীতেন্দ্র নাথ দ্বারা এই ধরনের মোবাইল কোর্ট পরিচালনা না করা ও ক্ষমা চাওয়া, ভবিষতে মোবাইল কোর্ট পরিচালনা করলে ব্যবসায়ীদের একজন প্রতিনিধি রাখা, অমানবিক অযৌক্তিক জরিমানা না করা এবং ব্যবসায়ীদের সাথে অশোভন আচরণ না করা।

 

জেলা প্রশাসক প্রথম দাবিটি না মেনে বাকি দাবিগুলো মেনে নিলে ব্যবসায়ীরা রাত ৯টা থেকে তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেন।

 

উল্লেখ্য, ১৪ জুন রোববার দুপুরে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের দুটি দোকানের মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ। সেই সাথে নগদ এক লক্ষ পাঁচ হাজার পাঁচ শত টাকা জরিমানা আদায় করায় ব্যবসায়ীরা এ ধর্মঘটের ডাক দিয়েছিল।

 

রুবেলুর রহমান/এসএইচএস

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।