দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু: আহত ৩
দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্টে মেরিজন নেছা (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এই ঘটনায় ওই পরিবারের আরো ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন, মেরিজন নেছার ছেলে আজাদুল ইসলাম (৬০), তার স্ত্রী রশিদা (৫০) ও নাতনি সাবিনা (২৫)।
মেরিজন নেছা শহরের পুলিশ লাইন ২নং গেট সংলগ্ন মহাজন পাড়ার মৃত আব্দুল জব্বারের স্ত্রী।
সোমবার রাত সাড়ে ৩টার দিকে বাড়ির উপর দিয়ে টানা বিদ্যুতের ১১ হাজার ভোল্টের একটি তার ছিঁড়ে ঘরের উপর পড়ে এ ঘটনা ঘটে।
ঘটনার পর ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
দিনাজপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জাগো নিউজকে জানান, সোমবার রাত সাড়ে ৩টার দিকে বাড়ির উপর দিয়ে টানা বিদ্যুতের ১১ হাজার ভোল্টের একটি তার ছিঁড়ে ঘরের উপর পড়ে। এসময় ঘরে বিদ্যুতের শর্ট সার্কিটে আগুন ধরে গেলে ঘর থেকে দ্রুত বের হওয়ার সময় গেটে থাকা তারে জড়িয়ে এই হতাহতের ঘটনা ঘটে ।
কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান বিদ্যুৎ স্পৃষ্টে হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।
এমদাদুল হক মিলন/এমজেড/এমএস