বগুড়ায় জামায়াত-শিবিরের ৫ কর্মী আটক
বগুড়ার জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে পুলিশ জামায়াত-শিবিরের ৫ কর্মীকে আটক করেছে। মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির আদেশ বহাল রাখার পর জামায়াত-শিবিরের নেতাকর্মীরা যাতে কোনো নাশকতা চালাতে না পারে সে জন্য তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশের একটি সুত্র জানিয়েছেন।
বগুড়ায় গণমাধ্যমের দায়িত্বে থাকা সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।
এদিকে সুপ্রিম কোর্টের আপীল বিভাগের রায়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির আদেশ বহাল রাখার প্রতিবাদে বগুড়া শহর জামায়াতের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রায় ঘোষণার পর সকাল সাড়ে ১০টায় মূল শহরের বাইরে নিশিন্দারা কারবালা রোডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম, সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ বেগ, জামায়াত নেতা আজগর আলী, শিবির নেতা খলিলুর রহমান প্রমুখ।
অপরদিকে মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃতদণ্ডের রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রাখায় বগুড়ায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় শহরের দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের নেতৃত্বে এই আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের সাতমাথাসহ গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান দুলু, সাধারণ সম্পাদক জাকির হোসেন নবাব, জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, শহর ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান আতা, আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসলাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
লিমন বাসার/এসএস/আরআইপি