পূজায় প্রধান বাধা রাস্তার কাদা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৫:২৭ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৭

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজায় রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বাসুদেবপুর জগবন্ধুর বাড়ির সার্বজনীন দুর্গা মণ্ডপের পূজা উদযাপনে ভক্তদের যাতায়াতের প্রধান বাধা রাস্তার কাদা। কাদার কারণে পূজা চলাকালীন সময় ভক্তরাসহ মণ্ডপ পরিদর্শনে আসা সকল স্তরের মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাসুদেবপুর জামে মসজিদ থেকে শাজাহানের বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা সামান্য বৃষ্টিতেও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। দীর্ঘ দিন ধরে এ অঞ্চলের মানুষের দাবি রাস্তাটি ইটের ব্রিক সোলিং বা কার্পেটিং করে চলাচলের উপযোগী করার। এ রাস্তাটি দিয়ে ৩ ইউনিয়ন খানগঞ্জ, মদাপুর ও রতনদিয়ার প্রায় ১৫ থেকে ২০টি গ্রামের জনগণ চলাচল করেন।

বাসুদেবপুর এলাকার ননী গোপাল বিশ্বাস ও ডা. সজল বিশ্বাস জানান, জন্মের পর থেকেই তারা বাসুদেবপুরের এ রাস্তাটির করুন অবস্থা দেখছেন। দু'এক বার মাটি ফেলা ছাড়া কেনো উন্নয়ন তারা দেখেননি। কিন্তু এ রাস্তাটি দিয়ে ৩টি ইউনিয়নের হাজার হাজার মানুষ চলাচল করে। তারা বহুদিন ধরে রাস্তাটি ব্রিক সোলিং ও কার্পেটিংয়ের দাবি করছেন কিন্তু কিছুই হচ্ছে না।

jagonews24

তারা আরও বলেন, ৩ বছর ধরে তারা পারিবারিক ভাবে সার্বজনীন দুর্গাপূজার আয়োজন করছেন কিন্তু এ রাস্তার কারণে দর্শনার্থী ও ভক্তবৃন্দ মায়ের আর্শিবাদ নিতে আসার সময় ভোগান্তিতে পড়েন। কারণ রাস্তার কাদা। রাস্তাটি দিয়ে চলাচল করা খুব কষ্টকর হয়ে পড়েছে। পূজা মণ্ডপে দর্শনার্থী ও ভক্তবৃন্দ আসার সুবিধার্থে তারা নিজেদের অর্থায়নে রাস্তায় বালু ফেলেছেন। বর্তমান সরকার সর্বত্র উন্নয়ন করছে কিন্তু তারা সে উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। তাদের দাবি এ রাস্তাটি দ্রুত চলাচলের উপযোগী করা হোক।

খানগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আতাহার হোসেন তকদির জানান, বাসুদেবপুরের এ রাস্তাটি উন্নয়নের জন্য প্রতিবছর আবেদন করা হয় কিন্তু এখন পর্যন্ত রাস্তাটি উন্নয়নে কোনো নির্দেশনা পাননি। একটু বৃষ্টিতেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বর্তমানে জগবন্ধুর বাড়িতে পূজা উদযাপন হচ্ছে। কিন্তু এ রাস্তার কাদার কারণে মণ্ডপে যেতে দর্শনার্থীদের অনেক সমস্যা হচ্ছে।

রাস্তাটির উন্নয়নে তিনি চেষ্টা করে যাচ্ছেন এবং আশা করছেন দ্রুত রাস্তাটির উন্নয়নে কর্তৃপক্ষ এগিয়ে আসবে।

রুবেলুর রহমান/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।