পুলিশের সঙ্গে গোলাগুলিতে ‘মাদক সম্রাট’ আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০২:৫০ এএম, ০৪ অক্টোবর ২০১৭

পাবনার ঈশ্বরদীতে পুলিশ ও মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার রাতে পদ্মানদীর সাঁড়াঘাটে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৩০)। তিনি জয়পুরহাট সদর উপজেলার আকমল হোসেনের ছেলে।

পুলিশ জানিয়েছে, নুরুল ইসলামের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ ডাকাতি ও ছিনতাইয়ের নয়টি মামলা রয়েছে। তিনি মাদক সম্রাট ‘কানন’ নামে পরিচিত।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক জানান, নদীপথে মাদকের একটি বড় চালান আসছে এমন খবর পেয়ে ঈশ্বরদী থানা-পুলিশ মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে সাঁড়াঘাটে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে আহত অবস্থায় নুরুল ইসলামকে উদ্ধার করা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আলাউদ্দিন আহমেদ/এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।