সিরাজগঞ্জে বিএনপির ১০ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:০৬ এএম, ১১ অক্টোবর ২০১৭

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে দলটির কার্যালয়ে আলোচনা সভা চলাকালে পৌর যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বেলা সাড়ে ১১টায় শাহজাদপুর পৌর এলাকার মনিরামপুর বিএনপি দলীয় কার্যালয় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- শাহজাদপুর পৌর যুবদলের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, যুবদল নেতা সবিজুল ইসলাম সবুজসহ ১০ জন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভের নামে পৌর এলাকায় বিশৃঙ্খলা করার চেষ্টা করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে পৌর শহরের মনিরামপুর বাজার থেকে ১০ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে।

শাহজাদপুর পৌর বিএনপির সভাপতি কেএম হাবিবুল হক সাব্বির এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে সারাদেশের ন্যায় বুধবার সকালে শাহজাদপুর উপজেলায় বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মনিরামপুর বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের দ্বারিয়াপুর হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে আসে। পরবর্তীতে এক আলোচনা সভায় মিলিত হন নেতাকর্মীরা। হঠাৎ করে শাহজাদপুর থানার ওসি তদন্ত রাকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশ দলীয় কার্যালয়ে প্রবেশ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় এবং পৌর যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১০ নেতাকর্মীকে আটক ও বেশ কয়েকটি মোটরসাইকেল জব্ধ করে থানায় নিয়ে যায়।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।