দুপচাঁচিয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা, প্ররোচণাকারী গ্রেফতার
বগুড়ার দুপচাঁচিয়ায় পঞ্চম শ্রেণির স্কুলছাত্রীর আত্মহত্যা প্ররোচণা মামলার আসামি বখাটে বুলু মন্ডলকে (২৮) অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। বুলু উপজেলার মোস্তফাপুর উত্তরপাড়ার জাহিদ মন্ডলের ছেলে।
দুপচাচিয়া থানা সূত্রে জানা গেছে, রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া উপজেলা সদরের মেইল বাসস্ট্যান্ড এলাকার একটি ক্লিনিক থেকে তাকে গ্রেফতার করা হয়। সেখানে সে রোগী সেজে আত্মগোপন করেছিল। বুলু এলাকার চিহ্নিত সন্ত্রাসী, বখাটে ও মাদক ব্যবসায়ী। এছাড়া সেখানে চলা একটি জুয়ার আসর পরিচালনা করতো সে।
দুপচাঁচিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, চামরুল ইউনিয়নের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী মিলি খাতুন (১২) গত ৯ অক্টোবর সন্ধ্যায় বখাটেদের উত্ত্যক্তের কারণে আত্মহত্যা করে। এ ঘটনায় তার মা বেলী খাতুন বাদী হয়ে ওই রাতে বখাটে বুলু মন্ডল ও তার সহযোগী ছদরুল ফকিরকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
এর আগে গত ৮ অক্টোবর একই উপজেলার জিয়ানগর উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রোজিফা আক্তার সাথী (১৪) আত্মহননের ঘটনায় পুলিশের উপর হামলা চালানো ও ওয়াকিটকি ছিনিয়ে নেয়া মামলার আসামি আব্দুর রহিমকে (৪৫) গ্রেফতার করা হয়।
শনিবার বজরাপুকুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুর রহিম হেরুঞ্জ খোড়াপাড়া গ্রামের মৃত মাবেদ আলী মন্ডলের ছেলে। রোববার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
লিমন বাসার/এমএএস/জেআইএম