বগুড়ায় চালককে হত্যা করে ট্রাক ছিনতাই, আটক ১
বগুড়ায় আরজু মিয়া (৩৫) নামের এক ট্রাক চালককে হত্যা করে একটি ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। পরে ট্রাকচালক ও হেলপারকে উদ্ধার করে ডিবি পুলিশ। এ সময় সোহাগ নামের সন্দেহভাজন এক ডাকাতকে আটক করে পুলিশ। বুধবার দুপরে সদর উপজেলার শাজাহানপুর থেকে তাকে আটক করা হয়।
মঙ্গলবার রাতে বগুড়া-গাইবান্ধা মহাসড়কের গোকুল নামক স্থানে এ ঘটনা ঘটে। আরজু গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার মনিরামপুর গ্রামের আজিজুল হকের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে চট্টগ্রাম থেকে রড বোঝাই একটি ট্রাক বগুড়ার উদ্দেশ্যে রওনা দেয়। এরপর রাত ৯টার দিকে ট্রাকটি গাজীপুর এলাকায় আসামাত্র ছয় জনের একদল ছদ্মবেশী ডাকাত যাত্রী সেজে ওই ট্রাকের চালকের পিছনের কেবিনে বসে। ট্রাকটি সিরাজগঞ্জ জেলা পার হবার পর চালক-হেলপারের হাত-পা ও মুখ বেধে ট্রাকটি নিয়ন্ত্রণে নেয় ডাকাত দল। পরে রাত ২টার দিকে বগুড়ার গোকুলে এসে চালক আনজুকে (৪০) শ্বাসরোধ করে হত্যা করে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে ঈদগাহ্ মাঠে ফেলে রেখে যায়। নিহত ট্রাক চালক রংপুর জেলা সদরের বাসিন্দা। হেলপারের খোঁজ এখনও মেলেনি।
এদিকে, বুধবার দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর গ্রামের পাশে পরিত্যক্ত একটি ইটভাটার পাশে ছিনতাই হওয়া ট্রাকের রড নামের সময় এলাকাবাসীর সন্দেহ হয়। পরে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে সোহাগ (২৫) নামের এক ডাকাত সদস্যকে আটক করে। আটক সোহাগ বগুড়া শহরের ফুলবাড়ি এলাকার আবু বকরের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, আটক সোহাগকে জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।
প্রসঙ্গত, বুধবার বেলা ১১টার দিকে গোকুল ঈদগাহ মাঠের পাশে হাত-পা বাধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক আমিরুল ইসলাম জানান, ডাকাত সোহাগের স্বীকারোক্তির ভিত্তিতে ট্রাক চালককে হত্যা ও রড ডাকাতির ঘটনা বের হয়ে আসে। শাজাহানপুর থানায় এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে।
লিমন বাসার/এআরএ/আরআইপি