নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু
নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) জহুরুল ইসলাম (৩৮) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে পিটিয়ে ও গুলি করে হত্যা করেছে। বিএসএফের ছোরা গুলিতে আহত হয়েছেন বকুল হোসেন (২২) নামে আরো এক যুবক। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত জহুরুল পার্শ্ববর্তী পোরশা উপজেলার দূয়ারপাল পশ্চিমপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে এবং আহত বকুল হোসেন মফিজ উদ্দিনের ছেলে।
জহুরুলের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে জহুরুল ও বকুল একদল গরু ব্যবসায়ীর সাথে গরু কেনার জন্য ভারতে যায়। ভোর সাড়ে ৩ টায় তারা গরু কিনে বাংলাদেশে ফেরার সময় ভারতের টেক্কাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করতে ধাওয়া করে। গুলিতে আহত বকুল অন্যদের সাথে পালিয়ে আসতে সক্ষম হলেও জহুরুলকে বিএসএফ ধরে নিয়ে যায়।
পরে বিএসএফ সদস্যরা জহুরুলকে বেদম মারপিট ও গুলি করেসীমান্তের ২৩২ নং মেইন পিলারের কাছে ফেলে রেখে যায়। আহত জহুরুল হামাগুড়ি দিয়ে কোন রকমে বাংলাদেশে প্রবেশ করে। জানতে পেরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পথেই তার মৃত্যু ঘটে।
জানতে চাইলে হাপানিয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়ক সুবেদার মোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন। পত্নীতলার ১৪ বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্নেল রফিকুল হাসান জানান, বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিএসএফের কাছে এই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১১ জুন উপজেলার কলমুডাঙ্গা সীমান্তে শহিদুল ইসলাম নামে অপর এক বাংলাদেশি গরু ব্যাবসায়ীকে জবাই করে হত্যা করেছিল বিএসএফ। এর রেশ কাটতে না কাটতেই আবারো এক যুবককে হত্যা করায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
এসএস/পিআর