পুলিশের ওয়াকিটকি ঝুলছে খুঁটিতে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১১:৫৪ এএম, ২৫ অক্টোবর ২০১৭

বগুড়ার দুপচাঁচিয়ার জিয়ানগরে স্কুলছাত্রী রজিফা আক্তার সাথীর আত্মহননের ঘটনায় আসামি ধরতে গিয়ে পুলিশের খোয়া যাওয়া ওয়াকিটকি অবেশেষে উদ্ধার হয়েছে। ঘটনার ১৭ দিন পর হেরুঞ্জ গ্রামের ব্রিজের কাছে বাঁশের খুঁটির সঙ্গে ঝুলিয়ে রাখা অবস্থায় পুলিশ এটি ফেরত পায়।

থানা সূত্র জানায়, বুধবার ভোরে খোঁয়া যাওয়া সেই ওয়াকিটকি ব্রিজের কাছে বাঁশের খুঁটি পুঁতে তাতে ঝুলে রাখে দুর্বৃত্তরা। সকালে এলাকাবাসী দেখতে পেয়ে থানায় খবর দিলে সিনিয়র সহকারী পুলিশ সুপার (আদমদীঘি সার্কেল) আলমগীর রহমান ও থানা পুলিশের (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে গিয়ে ওয়াকিটকি ফেরত পেয়ে থানায় নিয়ে আসে।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ওয়াকিটকি ফেরত পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, পুলিশ উদ্ধার করতে না পারলেও বিভিন্নভাবে এলাকার লোকজনকে চাপে রেখেছিল। এ কারণে সেটি ফেরত দিতে বাধ্য হয় দুর্বৃত্তরা।

গত ৮ অক্টোবর বখাটে হুজাইফাতুল ইয়ামিনের উত্ত্যক্তের কারণে স্কুলছাত্রী রজিফা আক্তার সাথী নামের নবম শেওনীর মেধাবী ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

ওইদিনই নিহত সাথীর বাবা রবিউল ইসলাম রব্বানী বাদী হয়ে বখাটে ইয়ামিন ও তার বাবা আমিনুর ইসলাম মীরের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় মামলা করেন।

এ ঘটনায় সন্ধ্যায় পুলিশ জিয়ানগর বজরাপুকুর বাজারে আসামি ধরতে গেলে পুলিশের গ্রামবাসী পুলিশের ওপর হামলা করে ওয়াকিটকি ছিনিয়ে নেয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত প্রায় দেড়শজনকে আসামি করে একটি মামলা করে। কিন্তুু ১৭ দিনে ছিনিয়ে নেয়া ওয়াকিটকি উদ্ধার করতে ব্যর্থ হয় থানা পুলিশ।

এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।