৩ দিনের বৃষ্টিতে ভেসে গেছে ৬৭ লাখ টাকার মাছ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৭:১৭ এএম, ২৬ অক্টোবর ২০১৭

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চলতি সপ্তাহের টানা তিনদিনের বৃষ্টিতে রাজবাড়ীতে খামার মালিক ও মাছ চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টিতে প্রায় ৬৭ লাখের বেশি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা মৎস্য অধিদফতর।

জেলার পুকুর, বিল, দিঘি ও উন্মুক্ত জলাশয়ে যে মাছ চাষ হচ্ছিল তার অনেক অংশই টানা তিনদিনের বৃষ্টিতে ভেসে গেছে। হঠাৎ বৃষ্টিতে ভেসে যাওয়া মাছ জাল বা নেট দিয়ে আটকানোর সুযোগও পাননি চাষিরা। তাই ক্ষতি পুষিয়ে উঠতে সরকারি বা জেলা মৎস্য অধিফিতরের পরামর্শ ও সহযোগিতার দাবি জানিয়েছেন তারা।

জানা গেছে, সম্প্রতি হয়ে যাওয়া বন্যার ক্ষতি পুষিয়ে উঠতে না উঠতেই চলতি সপ্তাহে টানা তিনদিনের বৃষ্টিতে রাজবাড়ীর ৯৪০টি পুকুর তলিয়ে মাছ ভেসে গেছে।

জেলা মৎস্য অধিদফতর জানিয়েছে, বৃষ্টিতে জেলায় ১৪৩ হেক্টর জমির ৩৩৯ জন খামার মালিকের ৯৪০ পুকুর, দিঘি ও খামার ডুবে গেছে। এতে ৩৬ মেট্রিক টন বড় মাছ ও ২৭ দশমিক ৭৫ মেট্রিক টন পোনা ভেসে গেছে। এর ক্ষতির পরিমাণ প্রায় ৬৭ লাখ টাকা।

একাধিক ক্ষতিগ্রস্ত খামার মালিক ও মাছচাষি বলেন, কিছুদিন আগের বন্যায় পুকুর, দিঘি, উন্মুক্ত জলাশয় ও বিলে যে মাছ চাষ তারা করতেন তাতে অনেক ক্ষতি হয়েছে। সেই ক্ষতি কিভাবে সামলাবেন সেটা বুঝে উঠতে না উঠতেই এ সপ্তাহের বৃষ্টিতে নতুন করে ছাড়া মাছগুলো আবারও ভেসে গেছে।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মজিনুর রহমান বলেন, চলতি সপ্তাহের বৃষ্টির পানিতে রাজবাড়ীর নিচু এলাকার ৯৪০টির মতো পুকুর তলিয়ে বহু বড় ও ছোট মাছ পানিতে ভেসে গেছে। এসব ক্ষতিগ্রস্ত খামার মালিক ও চাষিদের তালিকা তৈরি করা হয়েছে। কোনো সাহায্য সহযোগিতা পেলে তাদের দেয়া হবে।

রুবেলুর রহমান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।