বগুড়ায় ট্রাক ডাকাতির ঘটনায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০১:৪৬ পিএম, ২৫ জুন ২০১৫

বগুড়ায় চালককে হত্যার পর রড বোঝাই ট্রাক ডাকাতির ঘটনায় ইট ভাটার মালিক শাজাহানপুর উপজেলা বিএনপি নেতা আলহাজ্ব তোফাজ্জল হোসেনসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গত বুধবার রাতে ট্রাকের হেলপার রংপুর জেলা সদরের মাহিন্দ্রা গ্রামের সাজু মিয়া বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলাটি দায়ের করেন।

এদিকে পুলিশ অভিযান চালিয়ে আরো ২ ডাকাতকে গ্রেফতার করেছে। নিহত ট্রাক চালকের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জরুরি সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, রড ডাকাতির ঘটনায় শাজাহানপুর থানায় মামলা দায়ের হয়েছে। এ মামলায় ইটভাটা মালিক অভিযুক্ত রয়েছেন। ডাকাতি ও হত্যার সঙ্গে জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

গত মঙ্গলবার সকাল আনুমানিক ৮টার দিকে চট্টগ্রাম থেকে রড বোঝাই একটি ট্রাক গাইবান্ধার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। রাত ২টার দিকে গাজীপুরের চান্দুরায় পৌঁছলে যাত্রীবেশী ৬ জন ডাকাত নিজেদেরকে শ্রমিক পরিচয় দিয়ে বগুড়ায় আসার জন্য ট্রাকে ওঠেন। ট্রাকটি বগুড়ার বনানীর কাছাকাছি পৌঁছার পর ডাকাতরা টেপ দিয়ে চালক ও হেলপারের চোখ-মুখ বেঁধে ট্রাকের নিয়ন্ত্রণ নেন। এক পর্যায়ে চালককে গলায় গামছা বেঁধে ফাঁস দিয়ে হত্যা করেন এবং হেলপারকে হাত-পা বাঁধা অবস্থায় ট্রাকের পেছনে টুলবক্সের ভেতরে ঢুকিয়ে রাখনে।

পরে চালকের মরদেহ বগুড়া-রংপুর মহাসড়কের বগুড়া সদর উপজেলার গোকুল ঈদগাঁ মাঠের পাশে ফেলে রেখে যান। ট্রাক নিয়ে শাজাহানপুর উপজেলার সাজাপুরে বিএনপি নেতা তোফাজ্জল হোসেনের এমআইবি ইটভাটায় রডগুলো নামানোর সময় পুলিশ সংবাদ পেয়ে অভিযান চালায়। এর কিছু আগে বগুড়া সদর থানা পুলিশ ট্রাক চালক গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ট্রাক চালক আরজুর (৩৫) মরদেহ উদ্ধার করে।

এসময় গ্রেফতার হওয়া বগুড়া সদরের ফুলবাড়ী এলাকার আবু বক্কর ছিদ্দিকের ছেলে ডাকাত সোহাগের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ হেলপারকে ট্রাকের টুলবক্সের ভেতর থেকে বের করে এবং ট্রাকটি উদ্ধার করে। পরে মিরাজুল ইসলাম মিজু নামের আরো এক ডাকাতকে গ্রেফতার করা হয়। তার বাড়িও বগুড়া সদরের ফুলবাড়ী এলাকায়।

লিমন বাসার/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।