শমিজেকে রোগীর স্বজনকে মারধর, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১০:১৪ এএম, ২৮ অক্টোবর ২০১৭
ফাইল ছবি

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রোগীর স্বজনদের মারপিটের ঘটনার পর পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। ওই ঘটনায় শনিবার ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে হাসপাতালে জয়পুরহাট থেকে চিকিৎসার জন্য আসা রাহেলা বেওয়ার (৭৫) চিকিৎসাকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটে। রাহেলা বেওয়ার ছেলে গাজীউর রহমান ও নাতি রুম্মান হোসেন শান্ত তাদের উপর হামলা ও মারপিটের অভিযোগ আনে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে।

অন্যদিকে চিকিৎসকরা উল্টো তাদের উপর হামলার অভিযোগ আনে। ওই ঘটনার পর শুক্রবারে অসুস্থ রাহেলা বেওয়াকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়ার পর রাস্তায় মৃত্যু হয় তার।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা.নির্মলেন্দু চৌধুরী জানান, শনিবার ওই ঘটনার প্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান হলেন, হাসপাতালের সহকারী পরিচালক ডা.কামরুল আহসান।

এছাড়াও মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. মমতাজুল ইসলাম ও ওয়ার্ড মাস্টার (ইনচার্জ) রফিকুল ইসলাম। আগামী ৩ কার্যদিবসের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সভাপতি ডা. আসিফ জানান, রোগীর স্বজনরা যখন মহিলা ইন্টার্ন চিকিৎসককে অশ্লীল ভাষায় কথা বলে এবং অন্য চিকিৎসকদের একটি রুমে আটকে রেখে হামলা করে তখন হাসপাতালে অবস্থানরত অন্যান্য রোগীর এ্যাটেন্ডন্টসরা তাদের মারপিট করে। এখানে মারপিটের ঘটনায় কোনো ইন্টার্ন চিকিৎসক জড়িত নয়।

জয়পুরহাট সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফিরে যাওয়া আহত রুম্মান হোসেন শান্ত জানান, ইন্টার্ন চিকিৎসকরা বিনা অপরাধে তাকে ও তার বাবাকে রুমে আটকে রেখে মারপিট করে। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

লিমন বাসার/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।