ব্রিজ ভেঙে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৬:২০ এএম, ৩০ অক্টোবর ২০১৭

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্ল্যা এলাকায় ব্রিজের মাঝখানের কিছু অংশ ভেঙে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। যানজট মহাসড়কের নাটিয়াপাড়া থেকে কুর্ণী পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকায় স্থায়ী হয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা গেছে, মহাসড়কের পাকুল্ল্যা এলাকার ব্রিজটি খুবই ঝুঁকিপুর্ণ অবস্থায় রয়েছে। প্রায়ই ব্রিজের মাঝখানে কোনো না কোনো অংশ ভেঙে পড়ে। পরে তা মেরামত করে যান চলাচলের উপযোগী করা হয়। সোমবার সকালে ব্রিজের মাঝখানে কিছু অংশ ভেঙে পড়লে ঝুঁকি নিয়ে একপাশ দিয়ে যান চলাচল করতে থাকে। এর ফলে যানজটের সৃষ্টি হয়।

mirzur

বেলা এগারোটার দিকে চারলেন কাজের ঠিকাদারের লোকজন ব্রিজটি সংস্কারের কাজ শুরু করেন। এরফলে যান চলাচলে কিছুটা বিঘ্ন হচ্ছে। সৃষ্টি হচ্ছে যানজটের। বেলা ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংস্কার কাজ চলছে। তবে এক পাশ দিয়ে থেমে থেমে যান চলাচল করলেও জট রয়েছে। মহাসড়কের উভয় পাশে পুলিশ কাজ করছে বলে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুল হক জানিয়েছেন।

এসএম এরশাদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।