স্কুলছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা : ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ৩০ অক্টোবর ২০১৭

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল হাকিম তালুকদারকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে জিয়ানগর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি স্কুলছাত্রী রজিফা আক্তার সাথীর (১৪) আত্মহত্যায় প্ররোচনা মামলার আসামি।

আব্দুল হাকিম জিয়ানগর হেরুঞ্জ শাহপাড়ার মৃত রজিব উদ্দিন তালুকদারের ছেলে। গ্রেফতারের পর আব্দুল হাকিম অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় ভর্তি করা হয়। তিনি জিয়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

গত ৮ অক্টোবর জিয়ানগর উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী রজিফা আক্তার সাথী (১৪) বখাটের উত্ত্যক্তের শিকার হয়ে আত্মহত্যা করে। এই ঘটনায় সাথীর বাবা রবিউল ইসলাম রব্বানী ওই দিন সন্ধ্যায় বাদী হয়ে থানায় একটি মামলা করেন। রাতে পুলিশ মামলার আসামিকে ধরতে গেলে জিয়ানগর বজরাপুকুর বাজারে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই ও পুলিশের ওয়াকিটকি খোয়া যায়। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ২৬ জনকে আটক করে। এ ঘটনায় থানা পুলিশের এসআই আব্দুর রহিম বাদী হয়ে ২৬ জনসহ অজ্ঞাতনামা দেড়শ জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে মামলা দায়ের করেন। ঘটনার ১৭ দিনের মাথায় ২৫ অক্টোবর খোয়া যাওয়া ওয়াকিটকি জিয়ানগর-মাধাইমুড়ি রাস্তার পাশের জমিতে বাঁশের খুঁটির সঙ্গে ঝুলে রাখা অবস্থায় পুলিশ ফেরত পায়।

দুপচাঁচিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতার আব্দুল হাকিমের বিরুদ্ধে স্কুলছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, সরকারি কাজে বাধাসহ পুলিশের ওপর হামলা ও জিয়ানগর ইউনিয়নের হেরুঞ্জ খোড়াপাড়ার আফতাব হোসেনকে মারপিট করে ঘরে আটকে রাখার অভিযোগে মামলা রয়েছে। গ্রেফতারের পরপরই তিনি অসুস্থবোধ করলে তাকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সুস্থ হলে তাকে আদালতে নেয়া হবে।

আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।