নিজ প্রতিষ্ঠানে কর্মচারীকে পিটিয়ে হত্যা করল মালিক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৭:৪৪ এএম, ৩১ অক্টোবর ২০১৭
প্রতীকী ছবি

অর্থ আত্মসাতের অভিযোগে খুলনায় নিজ প্রতিষ্ঠানের ম্যানেজার নিয়ামুলকে (৩৮) পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার মালিকের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার রূপসা উপজেলার দেয়াড়া গ্রামে কর্মস্থলেই নিয়ামুলকে তার প্রতিষ্ঠানের মালিকআব্দুল হান্নানসহ কিছু লোকজন বেদম মারধর করে হত্যা করেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খুলনা জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি (ডিএসবি) আব্দুল হালিম জানান, আব্দুল হান্নান জমি ব্যবসা করেন। নিয়ামুল তার ম্যানেজার ছিলেন। নিয়ামুল অর্থ আত্মসাৎ করেছে এমন অভিযোগে হান্নান তার লোকজন নিয়ে মারধর করেন। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে তিনি সকালে মারা যান।

নিয়ামুলের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান তিনি।

আলমগীর হান্নান/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।