পত্নীতলায় ফেনসিডিলসহ আটক ৩


প্রকাশিত: ১১:৪৯ এএম, ২৮ জুন ২০১৫

নওগাঁর পত্নীতলায় পৃথক অভিযান চালিয়ে ১১২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার ভোররাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রোববার দুপুরে আটকদের জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ভোররাতে টহল পুলিশ উপজেলার শিহাড়া ইউপির জামালপুর এলাকায় পাইকবান্দা গ্রামের আব্দুল লতিফের ছেলে রমজান আলী (৩৩) এবং ঘোলাদিঘি গ্রামের ইলিয়াস উদ্দীনের ছেলে ইয়াহিয়া (৪২) নামের দু`জনকে আটক করে। এ সময় তাদের তল্লাশি করে ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

অপরদিকে, পত্নীতলা উপজেলা সদরের মাস্টার পাড়া এলাকা থেকে রফিকুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেনকে (২৬) চ্যালেঞ্জ করা হয়। এ সময় তার কাছ থেকে ৬০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

পত্নীতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক জানান, আটক ১১২ বোতল ভারতীয় ফেনসিডিলের মূল্য প্রায় অর্ধ লাখ টাকা। এ ব্যাপারে থানায় পৃথক পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এআরএ/আরআইপি                    

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।