জামিন পেলেন সেই উপজেলা চেয়ারম্যান
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১৪৪ ধারা ভঙ্গ করে পুলিশের উপর হামলায় দায়েরকৃত মামলায় আদালত থেকে জামিন পেলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণুসহ ৬৬ আসামি।
রোববার দুপুরে কিশোরগঞ্জের ৩নং আমল গ্রহণকারী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উবায়দা খানম তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে একই আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তারা।
গত ৩০ অক্টোবর দলীয় কোন্দলের জেরে পাকুন্দিয়া ঈদগাহে জনসভার আয়োজন করে চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রেনু ও স্থানীয় এমপি অ্যাডভোকেট সোহরাবউদ্দিনের সমর্থিত ছাত্রলীগ ও যুবলীগ। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৯ অক্টোবর রাত ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য ঈদগাহসহ পাকুন্দিয়া পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
কিন্তু ৩০ অক্টোবর বিকেলে ১৪৪ ধারা ভেঙে লগি-বৈঠা নিয়ে পাকুন্দিয় বাজারে বিক্ষোভ মিছিল করে রফিকুল ইসলাম রেনুর কয়েক হাজার সমর্থক। পুলিশ তাদের নিয়ন্ত্রণের চেষ্টা চালালে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ইট পাটকেলের আঘাতে আহত হয় পাকুন্দিয়া থানার ওসিসহ আন্তত ২৫ জন। পরে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি সামাল দেয়।
এ ঘটনায় পরদিন পাকুন্দিয়া থানা পুলিশের এসআই রিয়াজ উদ্দিন বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনুকে প্রধান আসামি করে ৭৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুই থেকে তিন হাজার মিছিলকারীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
নূর মোহাম্মদ/এমএএস/আইআই