মীর মশাররফ হোসেনের ১৭০তম জন্মবার্ষিকী আজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০২:৪৬ এএম, ১৩ নভেম্বর ২০১৭

বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল, ঊনবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মুসলিম সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭০তম জন্মবার্ষিকী আজ ১৩ নভেম্বর।

কালজয়ী এ সাহিত্যিকের জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলা একাডেমি।

জন্মবার্ষিকীর অনুষ্ঠানটি দুই পর্বে বিভক্ত করা করা হয়েছে। সকালের পর্বে রয়েছে আলোচনা সভা ও বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এতে বাংলা একাডেমির সচিব (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আনোয়ার হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্তা ব্যক্তি, লেখক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

রুবেলুর রহমান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।