শোলাকিয়ায় জঙ্গি হামলা : সোহেল তিনদিনের রিমান্ডে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৭:৫৮ এএম, ১৩ নভেম্বর ২০১৭

কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার মামলায় জেএমবির শীর্ষ নেতা সবুর খান ওরফে নসরুল্লাহ ওরফে সোহেল মাহফুজকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার কিশোরগঞ্জ ১নং চিফ জুডিশিয়াল আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইকবাল মাহমুদ এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কঠোর নিরাপত্তায় সোহেল মাহফুজকে আদালতে নেয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল পরিদর্শক (তদন্ত) আরিফুল ইসলাম তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২২ আগস্ট সোহেল মাহফুজকে কিশোরগঞ্জ আদালতে হাজির করে শ্যোন এরেস্টের আবেদন করে পুলিশ। পরে সোহেল মাহফুজকে জিজ্ঞাসাবাদে শোলাকিয়া জঙ্গি হামলা ঘটনায় অর্থ ও অস্ত্রের জোগানদাতাদের বিষয়ে নতুন তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

আজ (সোমবার) একই মামলার অপর দুই আসামি মো. আনোয়ার হোসেন ও জাহিদুল ইসলাম তানিমকেও আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৭ জুলাই ঈদের দিন কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের কাছে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের উপর জঙ্গি হামলা হয়। ওই ঘটনায় দুই পুলিশ সদস্য ও এক গৃহবধূ নিহত হন। এ ছাড়া পুলিশের গুলিতে মারা যায় দুই জঙ্গি।

নূর মোহাম্মদ/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।