ধুনটে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু
বগুড়ার ধুনটে সাপের কামড়ে ইনছান আলী (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার মাটিকোড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইনছান ধুনট উপজেলার মাটিকোড়া গ্রামের সিদ্দিকুল ইসলাম মিন্টুর ছেলে। সে ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
ধুনট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইনছান বাড়ির পাশে তাজবিদুল কোরআন ক্যাডেট হাফিজিয়া মাদ্রাসায় থাকে। দুপুরে বৃষ্টির পর ঘরের বাইরে বের হলে সাপ তাকে কামড় দেয়। সাপের কামড়ে ইনছান আলী অসুস্থ হলে মাদ্রাসার অন্যান্য ছাত্ররা বিষয়টি তার পরিবারকে জানান।
সংবাদ পেয়ে পরিবারের লোকজন তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ধুনট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
লিমন বাসার/এআরএ/এমআরআই