সোনাতলায় যাকাতের শাড়ি লুঙ্গি ছিনতাই
বগুড়ার সোনাতলা পৌর এলাকার কামারপাড়া গ্রামে যাকাতের এক ট্রাক শাড়ি-লুঙ্গি ছিনতাই হয়েছে। এর প্রতিবাদে বুধবার বিকেলে ওই এলাকার শতশত বঞ্চিত দুস্থ নারী-পুরুষেরা ইউএনও অফিসের সামনে এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর স্মারকলিপি দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোনাতলা বণিক সমিতির সভাপতি আলহাজ জাহাঙ্গীর আলম নান্নু প্রতি ঈদ-উল-ফিতরের পূর্বে পৌর এলাকার ৮/১০টি গ্রামের গরীব-দুস্থ অসহায় নারী পুরুষের মাঝে শাড়ি-লুঙ্গি ও খেজুর বিতরণ করেন। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে তিনি একটি মিনি ট্রাকে কয়েক হাজার শাড়ি-লুঙ্গি নিয়ে পৌর এলাকার কামারপাড়া গ্রামে যান। এ সময় ট্রাকটি কামারপাড়া গ্রামে পৌঁছলে ১০-১২টি মোটরসাইকেলে যোগে ২৫-৩০ জনের একদল যুবক অর্তকিত এসে হামলা চালায়। তারা ট্রাকে থাকা শাড়ি-লুঙ্গি ছিনতাই করে নিয়ে যায়।
এ ঘটনার প্রতিবাদে কামারপাড়া ও আশপাশের গ্রামের কয়েকশ বঞ্চিত নারী-পুরুষ ইউএনও অফিসের সামনে এসে বিক্ষোভ করে। এ সময় তারা ইউএনওকে স্বারক লিপি প্রদান করেন। ইউএনও এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ ব্যাপারে আলহাজ জাহাঙ্গীর আলম নান্নু জানান, গরীব অসহায় লোকজনকে বঞ্চিত করে যারা এ কাজ করেছে আল্লাহ তাদের বিচার করবেন।
সোনাতলা থানা পুলিশের ওসি সেলিম হোসেন জানান, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
লিমন বাসার/ এমএএস/পিআর