ভবানীপুর গ্রামে ফের সংঘর্ষে ৪০ জন আহত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ১১:০৩ এএম, ১৭ নভেম্বর ২০১৭

ভৈরবের ভবানীপুর গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে ফের সংঘর্ষে প্রায় ৪০ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ও দুপুরে দুই দফায় গ্রামের দুটি পক্ষ এই সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে কমপক্ষে ৩০টি বাড়ি-ঘর ভাঙচুরসহ লুটের ঘটনা ঘটেছে।

এর আগে গত মঙ্গলবার ও বুধবার ওই গ্রামে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে প্রায় ৩০ জন আহত হয়। গ্রামের হুমায়ূন গ্রুপ ও জয়নাল গ্রুপের আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার কারণে বার বার এই ঘটনা ঘটছে।

জানা গেছে, ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানী পুর গ্রামে দীর্ঘদিন যাবত হুমায়ূন গ্রুপ ও জয়নাল গ্রুপের মধ্য গ্রামের আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতা চলছে। সংঘর্ষের সময় পুলিশ ঘটনাস্থলে যেতে ভয় পায়। কারণ যখনই সংঘর্ষ বাধে তখন গ্রামের দুই পক্ষের শত শত লোকজন লাঠি, দা, বল্লমসহ দেশীয় নানা ধরনের অস্ত্র নিয়ে রাস্তা ও মাঠে নেমে পড়ে।

এলাকার চেয়ারম্যান সার্জেন্ট আবু তাহের জানান, ভবানীপুরের মানুষ জংলী হয়ে উঠেছে। দুটি পক্ষকে কোনোভাবেই থামানো যাচ্ছেনা।

ভৈরব থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মোখলেছুর রহমান জানান, আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরেই শুক্রবারের ঘটনাটি ঘটেছে। এলাকায় শান্তি রক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।

ফারুক/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।