ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগ নেত্রী খুনের ঘটনায় মামলা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্বৃত্তদের হামলায় উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার (৪০) নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার দিবাগত মধ্যরাতে স্বপ্নার বড় ভাই আমির হোসেন বাদী ৬/৭ জনের বিরুদ্ধে নবীনগর থানায় মামলাটি দায়ের করেন।
যাদের সঙ্গে স্বপ্নার রাজনৈতিক ও ব্যক্তিগত বিরোধ রয়েছে তাদেরকেই এ মামলায় আসামি করা হয়েছে বলে জানা গেছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একজনকে আটক করেছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল মামলা দায়েরের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বুধবার রাত ৯টার দিকে নবীনগর উপজেলার বাঙ্গরা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্বৃত্তদের হাতে খুন হন স্বপ্না আক্তার। এদিন সন্ধ্যায় উপজেলার সাতমোড়া ইউনিয়নের দশমৌজা এলাকায় দলীয় একটি সভা শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে স্বপ্না তার নিজ বাড়ি জিনোদপুর ইউনিয়নের চারপাড়া গ্রামে যাচ্ছিলেন। পথে বাঙ্গরা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়র সামনে দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি।
আজিজুল সঞ্চয়/আরএআর/পিআর