কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১


প্রকাশিত: ০৪:২৪ পিএম, ০৩ জুলাই ২০১৫

কিশোরগঞ্জের কটিয়াদীতে অটোরিকশা ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আদম আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে নিকলী-কিশোরগঞ্জ সড়কের গচিহাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আদম আলী নিকলী উপজেলার সদরের পুকুরপাড় গ্রামের বাসিন্দা। তিনি নিকলী উপজেলা ভূমি অফিসে চেইনম্যান হিসাবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, বিকেলে আদম আলী তার নাতিকে কিশোরগঞ্জ থেকে ডাক্তার দেখিয়ে সিএনজি যোগে নিকলীর নিজ বাড়িতে ফিরছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে গচিহাটা নামক স্থানে অটোরিকশা ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে আদম আলী গুরুতর আহত হন। এ সময় তার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নূর মোহাম্মদ/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।