নরসিংদীতে গণপিটুনিতে ডাকাত নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৭:৪৩ এএম, ০২ ডিসেম্বর ২০১৭
প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরা উপজেলায় গণপিটুনিতে জাকির হোসেন (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। শনিবার ভোর রাতে উপজেলার দড়ি-হাইরমারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন রায়পুরা গ্রামের বীরকান্দি গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে ৮/১০ জনের একটি ডাকাত দল রায়পুরা উপজেলার দড়ি-হাইরমারা গ্রামের জাকির মাওলানার বাড়িতে হানা দেয়। ডাকাতদল ঘরে প্রবেশ করেই পরিবারের লোকজনকে জিম্মি করে ফেলে। পরে ডাকাতদল ঘরের আলমারি ভেঙে ১৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ তিন লাখ টাকা লুট করে নেয়। এতে বাধা দিতে গেলে তাদের মারপিট করা হয়। পরে তারা চিৎকার শুরু করে। বিষয়টি গ্রামের লোকজন টের পেয়ে ডাকাতদের চারপাশ থেকে ঘিরে ফেলে। পরে এক যোগে ডাকাতদের ধাওয়া দেয় এলাকাবাসী। এ সময় জাকির নামে এক ডাকাতকে ধরে ফেলে তারা। পরে উত্তেজিত গ্রামবাসী তাকে গণপিটুনি দেয়। এতে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ডাকাতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে রায়পুরা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সঞ্জিত সাহা/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।