কিশোরগঞ্জে মানবতাবিরোধী মুসলেম উদ্দিন গ্রেফতার


প্রকাশিত: ০৯:৩৩ এএম, ০৭ জুলাই ২০১৫

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কিশোরগঞ্জের তাড়াইল ও নিকলী থানার রাজাকার কমান্ডার সৈয়দ মুহাম্মদ হুসাইনের সহযোগী মুসলেম উদ্দিন প্রধানকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল-২ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

গ্রেফতারি পরোয়ানা জারির কিছুক্ষণের মধ্যেই নিকলী থানার কামারহাটি গ্রামের নিজ বাড়ি থেকে মুসলেম উদ্দিন প্রধানকে আটক করে নিকলী থানা পুলিশ।

নিকলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, মুসলেম উদ্দিন প্রধানকে আইসিটি বিডি, মিসকেস নং-০৬/২০১৫ তে গ্রেফতার দেখানো হয়েছে। আসামিকে ট্রাইব্যুনালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে এখনও রাজাকার কমান্ডার সৈয়দ মুহাম্মদ হুসাইন পলাতক রয়েছেন।

উল্লেখ্য, কিশোরগঞ্জের কুখ্যাত রাজাকার কমান্ডার সৈয়দ মুহাম্মদ হুসাইন ও তার সহযোগী মুসলেম উদ্দিন প্রধান তাড়াইল ও নিকলীতে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগসহ একাধিক মানবতাবিরোধী অপরাধ করে।

নূর মোহাম্মদ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।