বাবার কবরের পাশ থেকে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার


প্রকাশিত: ০১:৫৭ পিএম, ০৮ জুলাই ২০১৫

বগুড়ার ধুনট উপজেলায় বাবার কবরের পাশ থেকে আয়নাল হক (৩৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকেলে উপজেলার চিকাশি গ্রামে এই ঘটনা ঘটে।  আয়নাল হক ধুনট উপজেলার চিকাশি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

ধুনট থানা পুলিশের ওসি জিয়াউর রহমান জানান, মঙ্গলবার মধ্যরাত থেকে পরিবারের লোকজন তাকে খুঁজে পাচ্ছিলো না। বুধবার বিকেলে বাড়ির পার্শ্ববর্তী স্থানে বাবার কবরের পাশের একটি গাছে আয়নালের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় স্বজনরা। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়।  মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।  এ ঘটনায় ধুনট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এদিকে মৃত্যুর বিষয়টি আত্মহত্যা উল্লেখ করে পরিবারের সদস্যরা জানান, আয়নাল বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন।  তবে, কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানাতে পারেননি তারা।

লিমন বাসার/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।