নরসিংদীর দুই সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ১১:১০ এএম, ১২ ডিসেম্বর ২০১৭

বিসিআইসি নিয়ন্ত্রণাধীন নরসিংদীর ঘোড়াশাল ও পলাশ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে পথ সমাবেশ করেছে শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে কারখানার মূল ফটকের সামনে এ পথ সমাবেশ করে ঘোড়াশাল ও পলাশ ইউরিয়া সার কারখানার শ্রমিক নেতারা।

এ সময় বক্তারা বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের ১৭ মার্চ থেকে বিসিআইসি নিয়ন্ত্রণাধীন দেশের সকল সার কারখানাগুলোতে গ্যাস সংযোগ বন্ধ করে দেয় তিতাস কর্তৃপক্ষ।

কিন্তু নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও গ্যাস সংযোগ না দেয়ায় একদিকে কারখানার মূল্যমান যন্ত্রপাতি নষ্ট হচ্ছে, অপরদিকে কারখানার বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ শ্রমিক কর্মচারীরা। অবিলম্বে কারখানা দু’টিতে গ্যাস সংযোগ দেয়ার দাবি জানায় শ্রকিক-কর্মচারীরা।

এ সময় ঘোড়াশাল ইউরিয়া সার কারখানার সিবিএ সভাপতি আমিনুল হক ভূইয়া, পলাশ সার কারখানার সিবিএ সভাপতি হুমায়ুন কবীর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ তুষারসহ শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সঞ্জিত সাহা/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।