মির্জাপুরে বাস খাদে পড়ে শিশু নিখোঁজ, মহাসড়কে যানজট

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৮:৪৮ এএম, ১৩ ডিসেম্বর ২০১৭

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন। এসময় মহাসড়কের উভয়পাশে কমপক্ষে ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে তিন বছরের এক শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, বুধবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী যাত্রীবাহী বাসটি বেলা পৌনে ১২টার দিকে মহাসড়কের ধেরুয়া নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাঁদে পড়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার স্টেশনের লোকজন এসে বাসের যাত্রীদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনায় কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন। তবে বাসের যাত্রী তিন বছরের এক শিশু নিখোঁজ রয়েছে বলে ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জানিয়েছেন।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারি জানান, নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা পানিতে তল্লাশি চালাচ্ছে।

এরশাদ/এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।