স্কুল জাতীয়করণের দাবিতে বিক্ষোভ
নরসিংদীর শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। একই দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিদ্যালয় পরিচালনা পরিষদ। বুধবার সকালে শিক্ষার্থীদের বিক্ষোভ এবং দুপুরে শিক্ষক মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয়টি উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরেই উপজেলা সদরে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানটি জাতীয়করণের দাবি জানাচ্ছে স্থানীয়রা। সম্প্রতি সরকার উপজেলা সদরের একটি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দিলে শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয়সহ ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের সুপারিশ পাঠানো হয়। কিন্তু সকল যোগ্যতা থাকা স্বত্তেও বিদ্যালয়টিকে বাদ দিয়ে গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ জাতীয়করণের তালিকায় স্থান পায়।
এই খবর ছড়িয়ে পড়লে বুধবার সকালে বিক্ষুব্দ হয়ে ওঠে শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন। তারা বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দুপুরে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে সংবাদ সম্মেলন করে বিদ্যালয় পরিচালনা পরিষদ।
সঞ্জিত সাহা/এফএ/আরআইপি